তাদের মনে ধান্ধা নেই, ধান্ধা কি তা বুঝে না,
যাত্রা পথে কোন কিছু লাভের জন্য খুঁজে না।
ছোট শিশু বড় হবে
ধান্ধাবাজি দূরে রবে
শিক্ষা জীবন ভালো হলে খুঁজে পাবে ঠিকানা।


যাই শিখায় তাই শিখে, এটা তাদের নেশা,
খেলাধুলার বাইরে নেই অন্য কোনো পেশা।
পড়াশোনা করে যায়
খেলাধুলা মনে চায়
খেলাধুলা তাদের জন্য শিক্ষা জীবন ঘেঁষা।


সময়মতো স্কুলে যায়, যখন খুশি খেলে,
নতুন কিছুর দেখা পেলে নতুন শিক্ষা মেলে।
একে একে দেখে যায়
নিত্য নতুন শিক্ষা পায়
ঋদ্ধ করে তার ভণ্ডার স্মৃতি শক্তি জ্বেলে।


নতুন কিছু যাই দেখে ধারণ করে মনে,
আরো জানতে প্রশ্ন করে, প্রশ্ন জনে জনে।
যাই শিখে মনে রাখে
স্মৃতি রাখে মুক্ত বাঁকে
নতুন কিছু স্মরণ রাখতে বলে মনে মনে।


এই বয়সে কিসে খুশি নিজেরা তা জানে না,
ঝড় বৃষ্টি যতো আসুক কোনো বাঁধা মানে না।
দুর্যোগেও স্কুলে যাবে
নিয়মিত শিক্ষা পাবে
প্রতি দিনই যেতে হবে, এটাই ওদের জানা।


স্কুলের পথে যেতে হবে থাকুক কাদা বৃষ্টি,
অনেক স্বপ্ন তার মনে নতুন নতুন সৃষ্টি ।
তার চিন্তা স্কুল নিয়ে
মনে শান্তি স্কুলে গিয়ে
ঝড় তুফান যতো থাক, স্কুলের প্রতি দৃষ্টি।


স্কুলের শিশু যার ঘরে মন ভরে রাখি,
আদর স্নেহ মায়া ভরে যত্ন নিতে থাকি।
নিজের কষ্ট সব ভুলি
ভালোভাবে গড়ে তুলি
প্রয়োজনে ডাকতে হলে আদর সহ ডাকি।