শিশুর চোখে অনেক  স্বপ্ন, রঙিন  স্বপ্নে ভাসে,
অল্প কথায় কান্না আসে, খানিক  পরেই হাসে।
অতি নরম তাদের  মন, কান্নায় কষ্ট পায়,
যৎসামান্য ভাল কথায়, হেসে  বাড়ি যায়।
তাদের  কথায় সদয় হবে, রাখবে তোমায় মনে,
স্নেহের  সুরে  কথা বললে, আসবে ক্ষণে ক্ষণে।


ছোট বেলায়  স্বপ্ন  দেখতাম,  স্কুলের  মাষ্টার  হব,
বড় হয়ে সাইকেল  কিনে, মেঠো পথে  যাব।
অতি ক্ষুদ্র  স্বপ্নেই তখন, বিরাট ভাবনা হত,
স্কুল ছাত্ররা ছালাম দেবে, আরো ভাবতাম কত?


ছোট ছোট শিশুর  চোখে, বড় ভাবনা নেই,
সব শিশুরাই খেলার সাথী, এত সময় কই?
খেলার ছলে যেটুকু  ভাবে, তাহাই ধারণ করে,
যেমন ভাবনা তেমন কাজ, করেই তারা ছাড়ে।
আসে যদি ফেরিওয়ালা,  তাহার  পিছেই ঘুরে,
হাওয়াই মিঠার ঘণ্টা বাজায়, তাকেই ঘিরে  ধরে।


আশেপাশের  যত শিশু,  তাদের  কথা ভাবো,
না হয় যেনো স্বপ্ন  ভঙ্গ,  যখন কাছে যাবো।
এমন কথা তাদের  বলি, শুনে শান্তি  পায়,
তাদের  রঙিন  স্বপ্ন  নিয়ে,  হেসেই বাড়ি যায়।