শেষ রাতে কড়া নাড়ে মুখে মৃদু হাসি,
কাছে এসে জেনে যায় কত ভালোবাসি।
শীত বলে কানে কানে আমি কাছাকাছি,
আমি কাছে এসে গেলে কমে মশা-মাছি।
কাঁথা কম্বল খুঁজে নাও চোখ মেলে দেখো,
শীতে যদি মজা চাও এই সম্বল রেখো।


দিন শেষে রাত হলে তুমি থাকো ঘুমে,
আমি তত মিশে যাই গায়ে খাড়া লোমে।
পৌষ মাঘে অতি কাছে বেশি করে আসি,
যতো তুমি কাছে চাও তত ভালোবাসি।
অতি শীতে কাবু হও আমি বুঝি তাও,
মোটা লেপ গায়ে দিয়ে কেনো ভয় পাও?


দু'টি মাস শীত স্পর্শ বেশিদিন নয়,
ভালোবেসে চলে যায় তবে কেনো ভয়?
গ্রীষ্ম বর্ষা ঝড় বৃষ্টি দূরে সরে যায়,
অতি বৃষ্টি প্লাবন জলে আমাকেই চায়।
রোগ বালাই ডেঙ্গু জ্বর আমি কমে দেই,
অল্পদিন কাছে থেকে ভালোবাসা নেই।


আমি যদি চলে যাই তাপমাত্রা বাড়ে,
মাথা মুখ ঘেমে জল পড়ে নিজ ঘাড়ে।
এতো তাপ সহ্য নয় ধৈর্য্যচ্যুত হয়,
বলে থাকে এর চেয়ে শীত মন্দ নয়।
রোদে পুড়ে বোধ আসে আমি হই দামী,
তাপ দেখে আমি তাই দূর থেকে ঘামি।


শীত গ্রীষ্ম ভাই ভাই লোকে বলে তাই,
আমি তাই বিশ্বজুড়ে পাশাপাশি যাই।
তাপে পুড়ে বাপ ডাকে শীত খুঁজে ফিরে,
গ্রীষ্ম শেষে শীত পেয়ে খুশি হয় নীড়ে।
রোদ তাপ ভুলে যাও শীত দেখে চাও,
দেখে তুমি খুশি হয়ে মৃদু হাসি দাও।