কূলহীন জলে নেমে নিদারুণ জ্বালা,
সীমানাটা ভুলে গেলে হাতে উঠে থালা।
জানো তুমি এক হাতে বাজে নাতো তালি,
তলাহীন ঝুড়ি থাকে সমুদয় খালি।


যত রাগ ততো ভাগ ততো নিঠুরতা,
পাতি ডালে উঠে গেলে সব যথাতথা।
এর চেয়ে ঢের ভালো সীমানাতে থেকো,
স্রোত থেকে গা বাঁচাতে কিছু বুঝ রেখো।


মানী কিন্তু কানী নয় মানী রাখে মান,
ভীড় ঠেলে করে যায় গরু মেরে দান।
একদিন প্রতিদিন ঘুরে ঘুরে আসে,
নিদারুণ সময়টায় শকুনেরা হাসে।


সাদা বক হেঁটে যায় সাথে যায় ছায়া,
দুই ঠোঁটের শিকারে নেই দয়ামায়া।
ঠোঁটে ঢুকে পুঁটিমাছ গড়াগড়ি খায়,
নড়ানড়ি বেশি করে তবু পেটে যায়।


জ্বেলে দেয়া আগুনের দায়-দেনা নাই,
তার কাছে যেই যায় পুড়ে করে ছাই।
কারণ আর বারণ শূলে তোলা বৃথা,
একটাই নাম তার আগুনের চিতা।


নদী আর সাগরের কোলেপিঠে জল,
স্বভাবটা ধরে রেখে করে ছলছল।
যার যেমন স্বভাব সে ভাবেই চলে,
পাছে লোকে ভালোমন্দ অযথাই বলে।