মন প্রাণ ভরে গেলো সোহাগীতে এসে,
দৈন্য দশা দেখে যাচ্ছি চা'র স্টলে বসে।
          ত্রিশ বছর পেছন ফিরে
          একই দশা স্বপ্ন নীড়ে
মন আনন্দে এই মন তবু যেনো হাসে।


আগের দিনে সোহাগী যেমন ছিলো আছে,
চা'র স্টল রেল স্টেশন আছে একই ধাচে।
          কতো মানুষ আসে যায়
          কেউ বা যায় ফিরে চায়
দেখা যায় আগের মতো কাক শালিক নাচে।


ধীরে ধীরে ট্রেন আসে আবার চলে যায়,
ট্রেনের বগি লোকারণ্য দাঁড়িয়েই কাটায়।
          প্ল্যাটফর্মে ট্রেন থামে
          কতো লোক উঠে নামে
মনে শত কষ্ট নিয়েও হেসে হেসে চায়।


সোহাগীর আগের ছবি যাদুঘরে রাখা,
জন্মভূমি মনের মতো হুমায়ুনের আঁকা।
          উন্নয়ন কিছুই নাই
          যা ছিলো এমন পাই
দোকানপাট চা'র স্টল ধুলাবালি মাখা।


তারপরও আমি বলি কতো ভালো লাগে,
এই ভূমিতে থেকে যেতে কতো সাধ জাগে।
          মা-মাটি জন্মভূমি
          এই মাটির আমি তুমি
স্টেশন রোডে গরম চা পান করি আগে।


ভালো করে দেখে নিই স্কুল মাঠ বাজার,
রাজা নামে ডাকে বলে সব ছিলো রাজার।
          সবকিছু ছিলো বলে
          ভালো হয় দেখে নিলে
সালাম দেই জন্মভূমি, সালাম শত হাজার।