পাহাড়ের গায়ে চড়ে জাগে শিহরণ,
আনন্দে মন ভরে গুনে গুনে ক্ষণ।
কায়িক শ্রমের তরে যত ঘাম ঝরে,
মন আনন্দে সব উথলিয়ে পড়ে।


মানুষের মন জুড়ে শখের বাগান,
সামান্য কাঁপুনিতে উঠে কলতান।
কলকল ধ্বনি তুলে ছুটে যায় বনে,
কোথায় যে মন ভরে সেই শিহরণে।


শখ করে উঠে যায় পাহাড়ের গায়,
জড়ো হয়ে শখগুলো মনে নাও বায়।
শ্রম ঝরে শখ মিটে হয় পেরেশান,
হাই তুলে তবু তার গায় গুণগান।


কখনো ভাবনা উঠে ঝর্ণায় ছুটে,
গিরিপথে ঝিরিগুলো পায়ে এসে লুটে।
পদতলে কত পড়ে পাথরের দানা,
দানা পিষে ছুটে মন অবিচল টানা।


ঘাম ঝরা শ্রম নয়, নয়নে চয়ন,
তপোবনে ঝড় উঠে মন উচাটন।
সাগরের কূল ঘেঁষা পাহাড়ের চূড়া,
শখের নাগালে পড়ে হাইফেন মোড়া।


ঘড়ির কাটা যেমন অবিরত ঘুরে,
মন জুড়ে অবিরাম শখগুলো উড়ে।
সাগরের মোহনায়, পাহাড়ের চূড়ায়,
উড়া শখ ঘুরে ঘুরে শান্তনা চায়।