জীবনের কিছু কষ্ট কিছু ভালোবাসা,
চিরকাল এই দু'য়ে বেঁচে থাকে আশা।
এই আশার শেষ হয় মরণের পরে,
সুখ স্বপ্ন দেখে দেখে সব ক্লান্তি ঝরে।


শ্রম দম বিনিময়ে চায় ধন মান,
এটা জানে সবকিছু বিধাতার দান।
অন্ধকারে চাপা পড়ে তবু সুখ চায়,
মৃত্যুঞ্জয়ী স্বপ্নঘোরে আলো দেখে যায়।


দুনিয়াটা আলো আর আঁধারের খেলা,
এইটুকু বুঝে উঠে কেটে যায় বেলা।
কিশোর আর যৌবন সব কাটে ঘোরে,
একবারও ভাবেনা তো মৃত্যু কত দূরে।


সৎ অসৎ একাকার ভুলে দায়ভার,
আজীবন করে যায় এই কারবার।
জীবন সায়াহ্নে দেখে দূরে আছে সুখ,
স্বপ্নজালে ধরে রাখে আশা এক বুক।


ভুল পথে কথাকলি করে বিপনন,
কত-শত ছলনায় ভরা এ জীবন।
ধন মান ছুঁয়ে যেতে পার হয় ভুলে,
অবশেষে ঢলে পড়ে মৃত্যুর কোলে।


কিশোরেই শুরু করে স্বপ্ন পথে যাত্রা,
ধীরে ধীরে ক্রমান্বয়ে বেড়ে উঠে মাত্রা।
শেষ দমে অধরাই সেই দীপশিখা,
আশার ভেলায় চড়ে শেষ যবনিকা।