শরতের আগমন বরষার ভীড়ে,
বছরের দিনলিপি এলো ধীরে ধীরে।
রিমঝিম ঝরে জল স্বাগত জানায়,
ডোবা নালা জলে ভরা কানায় কানায়।


কলি এসে কাশফুল যার অপেক্ষায়,
শরতের আকাশটা মেঘে ঢাকা পায়।
শ্রাবণের মেঘমালা করে ঘুরঘুর,
এর মাঝে বেজে উঠে শরতের সুর।


শরতের নীলাকাশ যেই দেখা যাবে,
সাদা সাদা কাশফুল দোল দোল খাবে।
কাশবাগে সাদা ফুল মনে বাঁধে ঘর,
ফুলগুলো শরতের মূল কারিগর।


মেঘ শূন্য বাতাসের শনশন সুর,
শরতের দিনগুলো লাগে সুমধুর।
এই দিনে যদি যাও কাশফুল বাগে,
প্রাণ ভরে পাবে সুখ সূর্যাস্তের আগে।


সাদা ফুলের পরশে দু'নয়ন জুড়ে,
দিক দিগন্তময় শুধু আনন্দ ছুড়ে।
সারি সারি কাশফুলে বাতাসের দোল,
তা দেখতে এই মন হবেই ব্যাকুল।


সন্ধ্যা সাঁঝে নীলাকাশে গাংচিল উড়ে,
বার-বার ফিরে চায় কাশবন ঘুরে।
এমন মধুর দিন এই বুঝি এলো,
ছোঁয়া নিয়ে এই মন হবে এলোমেলো।