শরতের প্রেমে আজ নীলাকাশ ভরা,
মন জুড়ে গুনগুন দিনটাও চড়া।
আকাশের গায়ে জ্বলে মিটিমিটি তারা,
জোছনার আলো ভরা প্রেমে দিশেহারা।


টলমল নীল জলে মন আজ উড়ে,
নীল জল ভালোবেসে ছুটে যায় দূরে।
সুনসান নীরবতা ভরা চারিধার,
নীল জলের স্বপ্নরা হয় পারাপার।


জোছনার আকাশটা নীল হয়ে আছে,
আকাশটা বন্দী আজ নীলাভের কাছে।
মায়া মাখা নীল জলে কলকল সুর,
নীল জলে সুর আজ লাগে সুমধুর।


আলোছায়া জলে ভেসে নীল হয়ে আসে,
নীল প্রেমে মন আজ তাকে ভালোবাসে।
দূরে চেয়ে মনে হয় কালো-নীল ধোঁয়া,
কলকল সারা জলে নীলাভের ছোঁয়া।


আজকের নীল রাতে প্রেমে গুঞ্জন,
সেইসাথে ভেসে যায় নীলাভেই মন।
নীল জলে সাদা চাঁদ আনে জলছবি,
সারা রাত হেসে যাবে আসবে না রবি।


সাগরের জলে আজ জোছনার হানা,
মন ভরে রঙ নিতে নেই কারো মানা।
চারিদিকে  থৈ  থৈ  নীল জলরাশি,
চাঁদ আর নীল জল যেন পাশাপাশি।


যদি চাও দেখে নাও নীলাভের ছায়া,
জোছনার নীল জলে জেগে উঠে মায়া।
আকাশের চাঁদ যেন নীল জলে কাত,
নীল প্রেমে ভরা এই শরতের রাত।