শরত এসে হাজির হলো গুনগুন সুরে,
মন পরাণে পরশ লাগে কাশবন ঘুরে।
          সারি সারি কাশফুল
          বাতাসেই দেয় দোল
কাশবনের ভেতর ঘুরি খানিকটা দূরে।


সাদা ফুলের পরশে এসে আবেগটা ঝরে,
দোল খাওয়া ফুল দেখেই ঝটপট ধরে।
          হাতে কিছু ছিঁড়ে নেয়
          ফুল ছিঁড়ে দোল দেয়
কেউ সাজায় মাথার বেণী ফুল নিয়ে ঘরে।


শরত কালে কাশবনটা সাদা হয়ে যায়,
ফুল দেখতে যারাই যায় তারা মজা পায়।
          সুখ ভরা কাশবন
          হয় মন উচাটন
সাদা ফুলটা হাতে নিয়েই সুখে গান গায়।


দীর্ঘ সময় থাকতে চায় কাশফুল বাগে,
সারাটা দিন থেকে যেতে মনে সাধ জাগে।
          হেসেখেলে দিন শেষ
          কাশবনে লাগে বেশ
দুলতে থাকা ফুল দেখেই শিহরণ লাগে।


কাশফুলের দোল দেখে মনে দোল চলে,
কত কথাই ফুলের সাথে এই মন বলে।
          কাশবাগে ফুল ফুটে
          এই মনে ঝড় উঠে
মনটা তখন ছুটে চলে বিকেল সন্ধ্যা হলে।


মন রাঙাতে সবাই চলো কাশবাগ ঘুরি,
কাশবাগের ফুলের সাথে মন প্রাণ জুড়ি।
          কাশ ফুলে হাত দেবো
          প্রাণ ভরে দম নেবো
ফুলের সাথে মন জড়াবো যাই তড়িঘড়ি।