শরতের ধূমকেতু কি করে যে পাই,
রাতের আকাশটায় মেঘ নেয় ঠাঁই।
মেঘমালা দিনভর ঘুরাঘুরি করে,
রাত হলে পুরোপুরি আকাশটা ভরে।


এক দুই তিন করে বিদায়ের সুর,
শরতের এই দিনে মেঘে ঘুরঘুর।
বৃষ্টির ফোঁটা খুলে রাত্রির দ্বার,
রাতভর দেখা যায় ঘোর অন্ধকার।


দেখি নাই শুকতারা দেখি নাই চাঁদ,
শরতের গুণাগুণ সব গেলো বাদ।
মেঘে ঢাকা চাঁদ জুড়ে নেই আলো হাসি,
রাত জুড়ে কালো মেঘ থাকে পাশাপাশি।


মেঘ আসে মেঘ যায় আজ এই রূপ,
বাজ পড়া ডাক দেয় সব হয় চুপ।
ঘন-কালো মেঘ দেখে তন্দ্রাতে আছি,
বিষণ্ণ মনে আজ নেই নাচানাচি।


মৌমাছির গুন-গুন কলিগুলো দোলে,
বর্ষার জল লেগে ঘ্রাণ নেই ফুলে।
বিবর্ণ শরতের কি বা আসে যায়,
কালো মেঘ শ্বাস নেয় শরতের গায়।


শরতের কালো রূপে বিবর্ণ আঁখি,
সাঁঝবেলা আকাশটা করে ডাকাডাকি।
মেঘ থেকে জল ঝরে ভরে উঠে খাল,
তাল দেখে বুঝে নাও শরতের হাল।