এই রোদ এই ছায়া দিনভর চলে,
ছোট ছোট সাদা মেঘ উড়ে দলে দলে।
মেঘমালা উড়ে গিয়ে ছায়া দিয়ে যায়,
মাঝে মাঝে ছেদ পড়ে কড়া রোদটায়।


কড়া রোদ চড়া হতে সাদা মেঘে বাঁধা,
মেঘ জমে নীলাকাশ ছোপ ছোপ সাদা।
আকাশের নীল রূপ উঁকি দিয়ে দেখে,
নীল রূপ ঘোলা হয় সাদা মেঘে ঢেকে।


বাতাসের ঘুরপাকে উড়ে চলে মেঘ,
লিরিলিরি বাতাসের ধীর গতিবেগ।
ছোট ছোট মেঘ জমে হয়ে উঠে ভারী,
শরতের রোদটায় টেনে যায় দাঁড়ি।


আকাশের গায়ে আজ নাই ঘুরঘুর,
মৃদু বাজে শরতের আগমনী সুর।
হাওয়া লেগে বাগানে কলিগুলো দোলে,
ধীরে ধীরে চারা গাছ ভরে উঠে ফুলে।


দলে দলে জলে ভাসা শাপলার ফুল,
পাতিহাঁস নাড়া দেয় মৃদু খায় দোল।
তীরে বসে ফুল দেখে চলে যায় মন,
চোখে পড়ে শরতের মূল আবরণ।


গাছে গাছে পাকা তাল এ কালের ফল,
নদীনালা খাল-বিল রূপে ঝলমল।
মন ছোঁয়া রূপ দেখে তীরে গিয়ে থামি,
তার চেয়ে শরতের হাওয়াটাই দামি।