শরতের হাতছানি ছুটে আসে মনে,
ভাবটুকু কানে কানে বলি তার সনে।
গাছে গাছে ফুল ফুটে জাগে মধুবন,
ছুটে আসে মধুকর চলে গুঞ্জন।


কালো মেঘ আজ নেই আকাশের গায়,
পুরো ফাঁকা আকাশটা নীল দেখা যায়।
খুব কড়া রোদ নেই নীলাভের ছায়া,
ছোট ছোট সাদা মেঘ রেখে যায় মায়া।


ঋতুভাব শুরুতেই গাছে পাকে তাল,
পিঠাপুলি হাতে উঠে সাথে টক ঝাল।
শরতের তাল পিঠা খেতে পড়ে ধুম,
মজাদার পিঠা খেয়ে চোখ জুড়ে ঘুম।


আকাশের নীলে নীল জলে ভরা খাল,
মাঝিভাই জলপথে টানে মালামাল।
নীলমুখী সুর তুলে মাঝিভাই গায়,
পাড়ে বসে তার গানে মন চলে যায়।


কোকিলের টানা সুর দিনভর কানে,
প্রিয় মুখ সাথে নিয়ে যায় উদ্যানে।
সন্ধ্যা সাঁঝে বেড়ানোটা বেশ জমে উঠে,
শরতের ছোঁয়া পেতে উদ্যানে ছুটে।


সাঁঝ বেলা আকাশটা মন ছুঁয়ে যায়,
চুপে চুপে এই মন কত গান গায়।
বনমালী ফুল তুলে গায় প্রেমগীতি,
এটা কোনো ভুল নয় শরতের রীতি।