সন্ধ্যাটা নেমে এলো উঠে গেলো শশী,
আকাশের চারিধারে লাল বেনারসি।
ডুবন্ত লাল সূর্য উঁকি দিয়ে যায়,
লেগে থাকে তার ছোঁয়া আকাশের গায়।


শরতের সন্ধ্যাকাশে চোখ চলে যায়,
বারেবারে এই মন উড়ে যেতে চায়।
আকাশের সাঁঝ দেখে মনে উঠে সুর,
স্মৃতিময় গানগুলো করে ঘুরঘুর।


আকাশের রূপছায়া জলে ভেসে উঠে,
মন ভরে রঙ নিতে যায় সবে ছুটে।
জলাধারে ছোট ঢেউ মৃদু কম্পন,
জেগে উঠে জল ছাড়া ঢেউ উঠা মন।


পরিষ্কার আকাশটা রূপে ঘেরা আজ,
বেনারসি রঙ ধরে সাঁঝে কারুকাজ।
সাঁঝ দেখে আজ যেনো ভোলামন খোলা,
বেনারসি রঙ মেখে লাগে মনে দোলা।


সন্ধ্যাটাকে মন দিয়ে যারা ভালোবাসে,
মন ভরা ঘোর নিয়ে বসে থাকে ঘাসে।
বেনারসি ফিরে গেলে মন খাবে দোল,
শশী এসে ছেড়ে দেবে জোছনার ফুল।


পাখিসব রব তুলে গেয়ে যায় গান,
নীলাকাশে সন্ধ্যা সাঁঝে ভাসে মন প্রাণ।
বেরসিক মন তুমি আজ কেনো চুপ,
সন্ধ্যা সাঁঝে দেখে যাও শরতের রূপ।