মাধবী মালতী আর বেলী জবা জুঁই,
ফুল দেখে মন কাড়ে আকাশটা ছুঁই।
          সুবাস ছড়িয়ে দিতে
          ঝুলে পড়ে বিপরীতে
বাগানে সুবাস নিতে ছুটে আসে গুই।


মধুকর ছুটে আসে সুখে গান গায়,
ফুলবন ঘুরে ঘুরে সুবাসটা পায়।
          ঘটে যার আগমন
          সপে দেয় দেহমন
প্রফুল্ল ফুলবন তার দিকে চায়।


এসে গেছে মধুকর হয় জানাজানি,
দুলে দুলে ফুলগুলো করে কানাকানি।
          মধুকর সুর তুলে
          ঘুরে ঘুরে ফুলে ফুলে
বসে পড়ে তার কোলে নেই টানাটানি।


পাখি সব তুলে রব কিচিরমিচির,
রব শুনে মধুকর করে বিড়বিড়।
          ফুলে বসে টান দিয়ে
          মুখ ভরা মধু নিয়ে
মধুকর উড়ে গিয়ে খুঁজে তার নীড়।


সুখময় সময়টা শরতেই আসে,
বনে বনে মধুকর মন খুলে হাসে।
          বাগানের চারিধার
          ঘুরে ঘুরে বারবার
মধুকর ফুল আর মধু ভালোবাসে।


শোভাময় বীথি জুড়ে কত ফুল পাখি,
ডালে ডালে পাখিগুলো করে ডাকাডাকি।
          চোখে ভাসে প্রিয় মুখ
          আশা জাগে এক বুক
মন জুড়ে এতো সুখ কোন কূলে রাখি!