ফাগুনের গুনগুন শুরু হলো আজ,
গুনগুন সুর তোলা ফাগুনের কাজ।
প্রেম করে হলে বৌ
মুখ তুলে কথা কও
আজ তুমি রাণী হও আমি মহারাজ।


এই দিনে যতো পারো ভালোবাসা দাও,
প্রেম প্রীতি যতো চাও সব তুমি নাও।
রব উঠে সাজ সাজ
জেগে গেলো প্রীতিরাজ
ফাগুনের গান আজ সুর তুলে গাও।


ভালোবাসা মরে গেলে প্রীতি হয় বাদী,
দূরে সরে ভালোবাসা হয় অনাবাদি।
হাল ছেড়ে ভালোবাসা
করবো না কীর্তিনাশা
আজ থেকে সব আশা মায়াডোরে বাঁধি।


খাঁটি প্রেম এই মনে জাগরিত হলে,
দিন যায় প্রেমময় চোখ ডলে ডলে।
কাছাকাছি এসে গেলে
স্পর্শ পেয়ে মন ভুলে
ভালোবাসা মুখ তুলে সারাবিশ্ব বলে।


ভালোবাসা দিবসের মান রাখা চাই,
প্রেমপূর্ণ গানগুলো প্রীতিডোরে গাই।
শালীনতা অকুস্থলে
জনতাও ভালো বলে
ভালোবাসা খাঁটি হলে কোন দোষ নাই।


এতোদিন আশা ছিলো পাল তুলে ভাসা,
পালে চড়ে হাল ধরে পূর্ণ হলো আশা।
ভালোবাসা যতো দেই
ভালোবাসি তোমাকেই
আজ কোন কাজ নেই শুধু ভালোবাসা।