শুভ জন্মদিনটা ঘুরে ঘুরে আসে,
কেক কেটে এই দিন মন খুলে হাসে।
শত দিন শত মাস যেনো ভালো যায়,
দলবেঁধে কেক কাটে এই কামনায়।


সুখ থাক হাসি থাক শুভদিন যাক,
ছুটে আসা দিনগুলো মধুময় পাক।
আজ কাল করে করে সারাটি বছর,
যায় যেনো ভালো দিন থাকে সহচর।


কোন দিন যেনো তার আসে না আঁধার,
সুখে যেনো দিন কাটে নিয়ে পরিবার ।
দিনকাল চায় ভালো চায় যার পানা,
বিধাতার সুদৃষ্টি চায় ষোলআনা।


প্রিয় মুখ একসাথে ডেকে জড়ো করে,
সময়টা ব্যয় করে সকলের তরে।
বছরের সব দিন চায় শোভাময়,
থাকে যেনো ভালো মন জড়া খরা নয়।


প্রতিটা ভোর যেনো মধু বয়ে আনে,
মন যেনো ভরে উঠে সুমধুর গানে।
রোজ রোজ সবে যেনো দেখে হাসি মুখ,
শুভ ক্ষণে এই দিনে আশা এক বুক।


দিন কাটে যেনো তার মহিমায় ভরা,
চারপাশে সুধী জনে ভরে উঠে ধরা।
শুভ দিনে ক্ষণে ক্ষণে মনে বাজে বীণ,
প্রতিটি দিন যেনো হয় শুভদিন।