চারিদিকে  সব গোছানো-গাছানো ইমারত সারি সারি,
যেন সৌন্দর্যের লীলাভূমি,  পরিপাটি তাদের  বাড়ি।
যেমন পরিচ্ছন্ন  তাদের  রাস্তাঘাট,  তেমন তাদের  ফুটপাত,
শুধুই দেখি সাজানো ইমারত,  মাঝে রয়েছে খেয়াঘাট।
সুউচ্চ স্থানে উঠে যাচ্ছে,  ঘুরে ঘুরে নাগরদোলা,
সাগর পাড়ের  ফুটবল মাঠে, চলছে ফুটবল  খেলা।


লেকের কাছে পাহাড় চূড়ায়,  ক্যাবল কারের দড়ি,
উপরে চলছে ক্যাবল কার, মাটির নিচে রেলগাড়ী।  
মাথার উপর মেট্রোরেল,  রাস্তার নিচে সাবওয়ে,
চালক ছাড়াই চলছে গাড়ি, দেখতে পারো গিয়ে।


বিমানবন্দর সাগর পাড়ে  অনেক লম্বা রানওয়ে,
সকল বিমান  উঠা-নামায়, পানির উপর  উড়ে ।
সুইমিং পুল  আকাশ পানে, আশি তলার ছাদে,
তার পাশেই খাবার রেস্তোরাঁ,  ছাদের উপর রাঁধে।
ওয়াসার পাশে  বিদ্যুৎ টেলিফোন, মাটির নিচে লাইন,
পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তার পাশে,  বসানো এড সাইন।


গায়ের কাপড় ভিজা থাকতো, সাগর জলে নেমে,
মাছ বেচে সংসার চলতো, সারাটা দিন ঘেমে।
তিলে তিলে গড়ে উঠে, চলে আসছে অনেক দূর,
এক সময়ের  জেলে পাড়া, এটাই এখন সিংগাপুর।