থরথর এলো ঝড়
সেইসাথে বৃষ্টি,
উত্তাল সাগর জল
সিত্রাং এর সৃষ্টি।
কতো হবে ক্ষয়ক্ষতি
অজানা আতঙ্ক,
মন চলে ঢিমে তালে
মিলে না তো অঙ্ক।
শঙ্কার ডঙ্কা বাজে
মনে হুলস্থুল,
বাড়ি ফিরে মাঝিমাল্লা
উঠিয়ে মাস্তুল।


অতৃপ্ত তাড়না ভরা
আতঙ্কিত মন,
আতঙ্কের মাঝে আছে
সিত্রাং এর ক্ষণ।
প্লাবন জলে ভাসছে
ঘেষে নিম্নাঞ্চল,
তবে কি ভেসেই যাবে
অবশেষে স্থল?
ভয়ে মন জড়ো হয়ে
বন্ধ হলো কৃষ্টি,
ক্ষণে ক্ষণে ছুটে চলে
সিত্রাঙেই দৃষ্টি।


কার্তিকের এই সিত্রাং
মহা-জঞ্জাল,
কি হলো ক্ষয়ক্ষতি
বুঝা যাবে কাল।
অজানা ভয়ের মাঝে
সবার মুখ কালো
জানমালের ক্ষয়ক্ষতি
না হলেই ভালো।