কৃষকের ক্ষেতে আজ ভরা বোরো ধান,
আরো আছে তাঁর ঘরে বাটা ভরা পান।
কথা শুধু কথা নয় যথা রূপায়ণ,
হাইব্রিড চাষ নিয়ে ভাবে সারাক্ষণ।


মান্ধাতার চাষাবাদে উন্নতির ধারা,
চৈত্রের অতি খরায় সেচে পানি ছাড়া।
কলে জল কলে চাষ কলে কেটে আনে,
আজ আর ঢেঁকি নয় কলে ধান ভানে।


থানা কৃষি অফিসার কৃষকের পাশে,
ঘুরে ঘুরে ক্ষেত দেখে আসে প্রতিমাসে।
সহকারী অফিসার প্রতিদিন পায়,
দৌড় দিয়ে কৃষকেরা যার কাছে যায়।


ডিজিটাল সেবা দেয় প্রতি ইউনিয়ন,
ভরে উঠে গ্রামগঞ্জে কৃষকের মন।
উন্নয়ন করে যায় স্থানীয় সরকার,
দরকারে কৃষকেরা যায় বারবার।


খরকুটোর ঘর দেখি বিলিনের পথে,
কৃষকের বাড়ি আজ ইঁট গাঁথা রথে।
প্রত্যন্ত গ্রামেও দেখি শহরের ছায়া,
ডিজিটাল সেবা পায় নাই কোন ভায়া।


পাকা রাস্তা পল্লীবিদ্যুৎ প্রায় বাকি নাই,
গ্রামগঞ্জে হাঁটা পথে অটোতেই যাই।
গ্রামে থেকে শহরের সুবাতাস পায়,
সুদিন চলে আসলো স্মার্ট বাংলায়।