জ্ঞানী গুণী নিজ গুণে গড়ে পরিষদ,
জননীর আঁচলেই বেশি নিরাপদ।
সারাদিন গুণগান করুক সারা গাঁ,
ভাই বন্ধু যত থাক সবার আগে মা।


মা জননী সন্তানের চায় ভালো মন,
আঁচলের ছায়াতলে রাখে সারাক্ষণ।
দিনরাত জ্বালাময়ী শত কষ্ট রুখে,
সন্তানের মুখ চেয়ে ধরে রাখে বুকে।


রাতদিন মাথা বেয়ে যত যাক বান,
সুখ দুঃখ তাঁর কাছে সমানে সমান।
আরামকে বলিদানে সুখ করে বাসি,
বিনিময়ে তিনি চান সন্তানের হাসি।


চোরেরাও মা'র কাছে সেই প্রীতি পায়
অপরাধী জেনেশুনেও তার গুণ গায়।
মুক্ত করে ঘরে নিতে শত চেষ্টা করে,
কেঁদেকুটে বিচারকের হাতেপায়ে ধরে।


থাক যত ভাই বন্ধু সারা দুনিয়ায়,
সন্তানের সুখশান্তি মা-ই বেশি চায়।
যার কাছে যাবে তুমি তার লাভ দেখে,
মা-ই দেন সবকিছু বিনামূল্যে এঁকে।


আজ যার মা জননী দুনিয়াতে নাই,
তার কাছে শূন্য লাগে পুরো বিশ্বটাই।
পায় যদি পৃথিবীর সব সোনাদানা,
জননীর অভাব তবু পূরণ হয় না।