সকাল বেলায় এক কাপ চা, শক্তি জোগায় প্রাণে,
ভোরের চা অমৃত বটে, অনুভূতি জাগে মনে ।
যখন দেবে প্রথম চুমুক,  শরীরের ক্লান্তি  মাপে,
প্রতি চুমুকে  সরিয়ে দেয়,  ক্লান্তি  ধাপে ধাপে ।
চায়ের পালা শেষে দেখবে, ক্লান্তি  সরে যায়,
প্রফুল্ল মন সবার তখন,  শরীর  শক্তি  পায়।


দুপুরে চায়ে চুমুক  দিয়ে, কাজে মন বসায়,
চায়ের শেষে সবার  কাজে, গতিশীলতা পায়।
মনে আসে খুশীর  আামেজ, স্বস্তি আসে মনে,
কাজের ফাঁকে এক কাপ চা, প্রাণে শক্তি আনে।


কাজের শেষে শেষ বিকেলে, চা নাহলে চলে?
চায়ে দূর ক্লান্তির ছাপ, তাইতো সবাই বলে।
চুমুক দিয়ে  চায়ের কাপে, ধরতে যাবে গাড়ি,
ফুরফুরে  ভাব সাথে নিয়ে, তবেই  ফিরবে বাড়ি।
মাথায় নিয়ে সরল চিন্তা, যখন ফিরবে ঘরে,
কাজের শেষে গড়ে উঠবে, শান্তি  তাহার নীড়ে।


আমার  দেশ চায়ের দেশ, সহজলভ্য  চা,
সন্ধার পর এক কাপ চা, মজাই আলাদা।
চায়ে শান্তি  চায়ে মজা, কেউ যাবোনা ভুলে,
কাজের শেষে  বাসায় গিয়ে, খাবো সবাই মিলে।