চলতে থাকা মানুষগুলো
হঠাৎ থমকে যায়,
নতুন স্বপ্নে বিভোর হয়ে
পিছন ফিরে চায়।
ঘড়ির কাটা যায় এগিয়ে
গোজার করে দিন,
স্বপ্ন জগৎ থমকে গিয়ে
বাজতে থাকে বীন।
থমকে গিয়ে তাদের মনে
সুখের তরী ভাসে,
স্বপ্ন ভঙ্গে চেতন ফিরলে
নিজে নিজেই হাসে।


এগিয়ে যায় ঘড়ির কাটা
তাদের চোখে পড়ে,
তার হতাশা প্রকাশ করে
সময় নষ্ট করে।
দুঃখের স্বপ্ন কেউ দেখেনা
সুখের তরী ছাড়া,
দুঃখ শেষে নতুন শুরু
নতুন স্বপ্ন দ্বারা।
সব মানুষ সারাজীবন
স্বপ্ন আকড়ে থাকে,
সুখের জন্য স্বপ্ন দেখতে
কেউ বলেনা তাকে।


কোথায় আছে সুখের দেখা
তাকেই খুঁজে ফিরে,
মনের কোণে স্বপ্ন জগৎ
এতো লোকের ভীড়ে।
স্বপ্নডাঙ্গায় যারে খুঁজে
তার নাগাল দূরে,
সুখের পিছু জীবন পার
তবুও তারা ঘুরে।
শেষ বয়সে মৃত্যু শয্যায়
রেকর্ড দেখে যাই,
সময় শেষে সুখ ছাড়াই
কবরে হয় ঠাঁই।