সময়ের দোলাচালে যেই তোল পাল,
লোভী হাত চেয়ে আছে হবে নাজেহাল।
ফিলিস্তিনে এতো লোক মরে সাফ হলো,
অকারণে মারামারি কার দোষ বলো?


জগতের পুরো চাবি লোভাতুর চায়,
ক্ষমতার মোহে পড়ে লুট করে খায়।
দুনিয়ার বেশি লোক আঁধারের সাথী,
কুল রোষে বিনা দোষে নিভে যায় বাতি।


পরধন লুটেপুটে মজা পায় বেশ,
লোভে পড়ে গোলা ছুড়ে মেরে করে শেষ।
জেনে রাখো তার আছে মরণের ভয়,
জনরোষ ফুলে ফেঁপে যদি এক হয়।


দুনিয়ার মজলুম এক হয়ে যাও,
মাঠে নেমে লোভী হাত টেনে ছিঁড়ে দাও।
পিঠ ঠেকা টান থেকে বের হয়ে আসো,
অপরাধী পায়ে পিষে মন ভরে হাসো।


যত বড়ো অপরাধী তত তার ভয়,
গলনালী টেনে ধরো তবে হবে ক্ষয়।
তার ছাড়া মালামাল পরিহার করো,
অবরোধ গড়ে তুলে ঠোঁট চেপে ধরো।


ধুমধাম মার থেকে যেনো বাঁচে জান,
চোখ মেলে ঘুটি চালো সমানে সমান।
লাগামটা টেনে ধরো ছেড়ে ভয়ভীতি,
দুনিয়ায় যেনো থাকে সমতার নীতি।