সময়ের অপচয়ে শেষ করো না বেলা,
সময় বুঝিয়ে দেবে দেখবে তার খেলা।
তারই পক্ষে সময়, যে দিয়েছে দাম,
দাম দেয়ায় সে নেবে শুধু তারই নাম।
শুরুতেই নাও লক্ষ্য কক্ষ পথ বানাও,
কক্ষপথে লক্ষ্য নিয়ে এগিয়ে তুমি যাও।


এমন যেনো না হয় টানবে শুধু কষ্ট,
সেই অর্জিত বোঝায় বাকি জীবন নষ্ট।
যাই করতে পেরেছো শুরুর সময় ধরে,
সে বোঝাই বহন করবে বর্তমানের পরে।
শুরুতে কষ্ট হলেও ফলাফলটা পাবে,
সময়ে ভর করেই তুমি গন্তব্যে যাবে।


সময় থাকেনা থেমে দ্রুতই চলে যায়,
স্মৃতিটুকু ফেলে রেখে নতুন কাজ পায়।
সময়েই যদি পারো করো ভালো কিছু,
ছুটবে স্রোতের মতো তোমার পিছু পিছু।
সুসময়ে ভালো কাজ সময়মতো করে,
কাজের ফলাফলটা দেখতে পাবে পরে।


পশুর স্বভাব যদি তোমার থেকে থাকে,
মন্দ কাজেই দেখবে তোমায় ব্যস্ত রাখে।
কুস্বভাব ধরে রেখে অনেক রক্ত ঝরে,
কাজটা যে মন্দ হলো তা তো বুঝে পরে।
পশুর স্বভাবটাকে গলায় চেপে ধরো,
বেরিয়ে আসার আগে ভেতর মনে মারো।


ক্ষুদ্র জীবনটা নিয়ে অতিরঞ্জন ছাড়ো,
সময় থাকতে তুমি সৎ পথটা ধরো।
অসময়ে হায় হায় কোনো উপায় নাই,
সুসময়ে অবদান আগেই রেখে যাই।
বিন্দু বিন্দু জলকণা সিন্ধু গড়ে তুলে,
সময়ের মূল্যায়ন না যাই যেনো ভুলে।