কেউ দেখি সম্পর্ক করে অস্বীকার,
বাবরের ইতিহাস বলে বারবার।
শিখড়ের পরিচয় ভদ্রতায় ঝুলে,
পদে উঠে স্ব-ইচ্ছায় বেমালুম ভুলে।


কারো দেখি হালচাল বুঝে উঠা ভার,
মা-মাটির সম্পর্ক করে সৎকার।
ছুটে আসা স্বজনও হয় নিরুপায়,
ইজ্জতের কারুকাজ সব বুঝে যায়।


অকারণে শূলে তুলে মিয়া বিবি শালা,
বোবা হয়ে সয়ে যায় নিদারুণ জ্বালা।
চাকরের ভূমিকায় পায় পরিচয়,
চাপা কষ্ট বুকে নিয়ে ঘরমুখী হয়।


বৃদ্ধকালে চাপা কান্না এ সমাজে ক্ষত,
কূলরক্ষা সাহেবীতে ঘটে অবিরত।
পরিবার ছেড়ে দিয়ে করে অভিমান,
আত্মসুখে জল ঢেলে বৃদ্ধাশ্রমে যান।


ব্যবহার ভালো যার তাকে ভালোবাসো,
প্রতিবেশী খুশি রেখে খোলা মনে হাসো।
দিনভর তার কথা ভাবো যতোবার,
অতিথির মান রেখে করো ব্যবহার।


কারো যদি গায়ে লাগে শহরের ছায়া,
সাহেবীটা ছেড়ে দিয়ে মনে রাখো মায়া।
গ্রাম থেকে যদি আসে মামা চাচা ভাই,
স্বজনের মান রেখে ঘরে দাও ঠাঁই।


সেবা কর গুরুজন আছে যার যার,
কাছে রেখে তার খোঁজ নাও বারবার।
মানবতা পূঁজি করে গড় পরিবেশ,
পরিবার সুখী হলে সুখী হবে দেশ।