কেউবা দেখে দিবাস্বপ্ন কেউবা দেখে রাতে,
সারাজীবন শেষ করে সুখের প্রতীক্ষাতে।
          কারো স্বপ্ন খুব ভালো
          কেউ দেখে সাদাকালো
ভিন্ন ভিন্ন ভাবনা নিয়ে সেই স্বপ্নেই মাতে।


শিশুকাল শেষ হলেই মাথায় স্বপ্ন ঢুকে,
কিশোর হলে দেখা দেয় রঙিন স্বপ্ন চোখে।
          ক্ষণে মন ভালো থাকে
          ঠোঁটে মুখে হাসি রাখে
কোন কাজেই কষ্ট নাই তাকায় হাসিমুখে।


বয়স বেড়ে বড় হলে আগের স্বপ্ন ঘুরে,
নতুন স্বপ্ন দেখা দেয় দৃষ্টি পড়ে দূরে।
          সেই স্বপ্ন নিয়ে ছুটে
          যার মধ্যে সুর উঠে
মনে যতো গান বাজনা বাজে নতুন সুরে।


তার স্বপ্নে পাখা গজায় আকাশ পানে চলে,
আকাশ পানে উড়ে উড়ে মনের কথা বলে।
          কথা বলে মনে মনে
          ছুটে চলে ক্ষণে ক্ষণে
সুখের ঘরে কড়া নাড়ে কখন সুখ মিলে।


বারে বারেই কড়া নাড়ে দরজা বন্ধ পেয়ে,
হতাশায় জীবন পার সুখের গান গেয়ে ।
          দিনরাত খুঁজে যায়
          শেষে যদি তাকে পায়
পুরো জীবন পার করে আকাশ পানে চেয়ে।


আকাশ পানে উড়া স্বপ্ন ধরাছোঁয়া যায় না,
সারাজীবন ব্যয় করে ঠিকানাটা পায় না ।
          আজীবন সুখ খোঁজে
          মৃত্যু এলে চোখ বুজে
সকল স্বপ্ন ভেঙ্গেচুরে খুঁজে নেয় ঠিকানা।