ঘর নিয়ে স্বপ্ন গাঁথা যতো কথা হয়,
মনোলোভা স্বপ্নলোক সারা বিশ্বময়।
এটা নিয়ে মারামারি কেউ মরে যায়,
বেঁচে থাক মরে যাক তবু ঘর চায়,
সারাক্ষণ ঘর নিয়ে স্বপ্ন বুনে আসে,
কেউ খেটে মরে যায় কেউ বেঁচে হাসে।


আজ আছি কাল নাই মুখে বলে যাই,
মন বলে ঘর হবে মাথা খুঁজে ঠাঁই।
সারাদিন কাজ করে রাতভর ঘুম,
ঘুম দিতে রাতভর বাঁধে ঘর ধুম।
দিনভর শ্রম দেয় চুরি জারি নাই,
মায়াময় পৃথিবীতে বলে ঘর চাই ।


স্বপ্নময় ঘর নিয়ে যতো খাটাখাটি,
শ্রম দিয়ে ঘর হয় ততো পরিপাটি।
মন মতেো ঘর করে সজীবতা ফিরে,
প্রাণ যেনো ফিরে পায় তার ঘর ঘিরে।
ঘর নিয়ে হিসাবটা আজীবন কষে,
মন হয় প্রীতিময় বারান্দাতে বসে।


খুশি মনে ঘরে বসে জানালাটা খোলা,
দক্ষিণা হাওয়া এসে প্রাণে লাগে দোলা।
দিন শেষে ঘরে মন তাতে ফিরে আসে,
মন হয় মধুময় ঘর ভালোবেসে।
যতোদিন বেঁচে থাকে ঘর নিয়ে ভাবে,
চিন্তা নাই পরপারে ঘর ফেলে যাবে।


আরামে ব্যারাম আসে জীর্ণশীর্ণ হয়,
শরীর কঙ্কালসার জাগে মনে ভয়।
সারা জনম ঘর নিয়ে কাজ যথাতথা,
এ সময় বুঝে যায় সব গেলো বৃথা।
শেষবার চোখ বুজে চোখে আসে জল,
পরম আত্মীয় যারা চোখ টলমল।