বারেবারে চোখ যায় আকাশের গায়,
ঘননীল আকাশটা রোদে পুড়ে যায়।
গরমটা গায়ে লাগে যায় নাতো ভোলা,
এটা যেনো রোদ নয় আগুনের গোলা।


মেঘহীন আকাশের ঘননীল রূপ,
কড়া রোদ চড়া আজ বাতাসটা চুপ।
দুপুরের রোদ মেখে হেঁটে যেতে ভয়,
রোদ লেগে পুড়ে হবে চামড়াটা ক্ষয়।


ভবনের সীমানাটা মাঠ থেকে দূরে,
উত্তপ্ত পাকা মাঠে পদতল পুড়ে।
কিভাবে যে পাড়ি দেবো ভাবনায় আছি,
করিডোর কাছে পেলে হাঁফ ছেড়ে বাঁচি।


এটা যেনো রোদ নয় বৈশাখী বান,
খোলা মাঠে হেঁটে গেলে লাগে পেরেশান।
যেতে নাহি মনে চায় তবু যেতে হয়,
চড়া রোদে যত থাক পিছুটান ভয়।


অসহ্য গরমের টানটান ভাব,
সারা গায়ে ঘাম ঝরে হয় সয়লাব।
বৈশাখী রোদ লেগে যত ঘাম ঝরে,
টগবগে মাথা ঘেমে চুল বেয়ে পড়ে।


মেঘ জমে আকাশটা কবে হবে ঘোলা,
ভাবনাটা জড়ো হয় প্রাণে লাগে দোলা।
ঘরে ফেরা পথে নয় উপরে দৃষ্টি,
কখন যে দেখা পাবো স্বস্তির বৃষ্টি?