বোবা বন্য প্রাণী নও তুমি তো মানুষ,
জ্ঞান বুদ্ধি ব্যবহারে কাজে রাখো হুশ।
দুনিয়ার সব কাজে আছে স্বাধীনতা,
তাই বলে ব্যবহার কেনো যথাতথা?


অপরের দোষত্রুটি ঘাঁটাঘাঁটির আগে,
নিজ দোষ বেশি করে যেন মনে জাগে।
যার-তার আলোচনা অকারণে তোলে,
কেনো যাও নিজ দোষ বেমালুম ভুলে?


অকারণে বাজে কথা হলে জানাজানি,
ভাবটুকু মরে গিয়ে লাগে হানাহানি।
তাল ছাড়া বাজে কথা তুমি বলে বলে,
ফুঁসে উঠা আগুনটা নিদারুণ জ্বলে।


ভুল পথে তুমি নাও নিজ সুখ বুকে,
সুধীজন অকারণে মরে ধুঁকে ধুঁকে।
সৎগুণে তুমি দাও সব কাজে মন,
পাবে তুমি ফলাফল ভালো আমরণ।


সৎগুণে ছুটে আসে আলোময় ধ্বনি,
নিজ গুণে হতে পারো নয়নের মণি।
চোখ খুলে দেখে নাও বেহুলাও ডাকে,
তোমার কাজে যদি সৎগুণ থাকে।


কথা আর আচরণ যেন ভালো হয়,
তাতে থাকে মানবতা ডাকে মহাশয়।
সৎগুণে ফুটে উঠে অধরায় প্রাণ,
অকারণে হানাহানি পায় পরিত্রাণ।


সমাজ আর সংসার হয় একাকার,
প্রতিবেশী ভাই ভাই ডাকে বারবার।
সমাজের ছায়া পড়ে সারা দেশময়,
সৎগুণে উন্নয়নও গতিশীল হয়।