চ্যালা চামচা যতো করে সারাদিন দেখা,
সময় গেলে মনে রেখো দিন শেষে একা।
যার স্বভাব সুসময়ে কাছে কাছে থাকা,
দুঃসময়ে দেখতে পাবে তার চোখও বাঁকা।
হাত যখন ভরা থাকে লুটেপুটে খায়,
অসময়ে চোখ ঘুরিয়ে ফিরে বাড়ি যায়।


দুনিয়াতে যেদিন তুমি এসেছিলে একা,
মৃত্যুকালে চ্যালা চামচা আর হবে না দেখা।
একা যেমন এসেছিলে একাই যাবে ফিরে,
পরকালে হিসাব হবে কর্মকাণ্ড ঘিরে।
জিন্দেগীর সব হিসাব দেবে ষোলআনা,
ঠিকানাটা কোথায় হবে যাবে সব জানা।


দুনিয়াতে হাওয়ায় ভাসো দলবল নিয়ে,
মনের সাধ পূর্ণ করো গায়ের জোর দিয়ে।
ভালোমন্দ যাচাই ছাড়া খাটাও ক্ষমতা,
ভেদাভেদ ছড়িয়ে দিয়ে চাও না সমতা।
মনে কোনো ভাবনা নাই কেনো এমন হলে,
গালমন্দ কানে যায় না যতো মন্দ বলে।


গায়ের জোর যতো আছে ছেড়ে দাও ছুঁড়ে,
ঝগড়াটা বাঁধিয়ে দিয়ে তুমি থাকো দূরে।
লুটেপুটে খেয়ে সময় যায় হেসে হেসে,
পরের সুখ নষ্ট করো গা গরমে ভেসে।
লোক সমাজে দেখা দাও অত্যাচারী হয়ে,
বিনা দোষেই বিষ ঢালো গিয়ে লোকালয়ে।


চোখটা বুজে দেখো তুমি একবার ভেবে,
হিসাবটা শেষ বিচারে ষোলআনা নেবে।
চ্যালা চামচা ছেড়ে দিয়ে ফিরে যাও নীড়ে,
অসৎ ছেড়ে সৎ পথে এসো ধীরে ধীরে।
শেষ বিচার পাড়ি দিতে দলবল ছেড়ে,
মন তোমার সাদা করো সব মন্দ ঝেড়ে।