সাঁঝ সাঁঝ যেনো আজ চারিদিক ভরা,
খুব কড়া রোদ নেই আজ নেই খরা।
ঘন-কালো আকাশটা আজ ছায়াময়,
লাগাতার ধুম বৃষ্টি মাঝে মাঝে হয়।


বলা নেই কথা নেই সময়ের টান,
ডাক ছেড়ে মেঘ-বৃষ্টি হয় বেগবান।
ঝুম বৃষ্টি ধুমধাম চলে অবিরাম,
ভেসে যায় খাল-বিল ভাসে ধরাধাম।


সাদা মেঘ ধীরে ধীরে হয়ে উঠে কালো,
আঁধারের তলানিতে নিভে যায় আলো।
ডাক দিয়ে শুরু হলো ঝুমঝুম সুর,
বৃষ্টির এ জল পড়া লাগে সুমধুর।


আজ কোন জড়া নেই আকাশের গায়,
জল দিয়ে মাঠ ঘাট ভরে দিয়ে যায়।
ঝরে ঝরে কালো মেঘ সাদা হয়ে উঠে,
লঘু চাপে সরে গিয়ে ঊর্ধাকাশে ছুটে।


দিন-রাত মেঘমালা কত আসে যায়,
ভূমিমুখী জল ছেড়ে ফিরে ফিরে চায়।
জল পেয়ে স্থল হাসে ভাসে মাঠ ঘাট,
বেড়ে উঠে গাছপালা দিতে হয় ছাট।


আকাশের ঘুম ছেড়ে বাদলের জয়,
পথঘাট ভেসে যায় ভরে জলাশয়।
মেঘমালা ঝরে ঝরে শোধ করে ঋণ,
খরতাপ মরে যায় শ্রাবণের দিন।