মেঘ নাই পানি নাই আকাশের গায়,
শ্রাবণের পানে চেয়ে দিন চলে যায়।
এই দিনে মাঠ ঘাট জলে থাকে ভরা,
খাল বিল জল শূন্য আজ দেখি খরা।


বাদলের দিন যেন মন থেকে দূরে,
গরমের তেজ শুরু কাক ডাকা ভোরে।
জল ছাড়া চৌচির ফসলের জমি,
কৃষকের আহাজারি তারা হতোদ্যমী।


শ্রাবণে মেঘের ধারা এটা স্বাভাবিক,
এই দিন তবে কেনো আজ বেরসিক?
দিন যায় দিন আসে গরমের হানা,
শ্রাবণেও খাল বিল জল ছাড়া কানা।


শাপলার ডগা আজ মাটি বেয়ে যায়,
সেও যে জানেনা তার ঠিকানা কোথায়?
জল নাই বিল জুড়ে শুধু হাহাকার,
জলের অভাবের কথা বলি বারবার।


ঋতু ভেদে পদে পদে বিরুপের ছায়া,
ঋতু আসে ঋতু যায় রেখে যায় মায়া।
প্রাণ পুড়ে মন পুড়ে দিন ঘুরে ঘুরে,
একে একে ঋতু ছেড়ে চলে যাই দূরে।


মেঘ দাও পানি দাও ছায়া দাও বলি,
খালে বিলে মাছে মাছে নাই কথাকলি।
বৈরিতায় ফুটে উঠে জল ছাড়া কাল,
আজ-কাল এই বুঝি শ্রাবণের হাল ।