শ্রমিকের কাজ শেষে এসে কথা কয়,
সাথে সাথে দিয়ে দাও তার বিনিময়।
         সারাদিন শ্রম দিয়ে
         এসে থাকে ঘাম নিয়ে
ঘাম শুকানোর আগে দাম দিতে হয় ।


শ্রমিকেরা গায়ে খেটে কাজ করে যায়,
গায়ে খেটে কাজ করে তার দাম চায়।
         শেষ হলে সাথে সাথে
         দাম দাও হাতে হাতে
কাজ শেষে তারা যেনো ভালোবাসা পায়।


কাজের লোকের সাথে করে বাহাদুরি,
দাম নিয়ে তার সাথে করে বাড়াবাড়ি।
         গায়ে খেটে করে কাজ
         কাজ করে নাই লাজ
বাকি রাখা ভালো নয় শ্রমিক মজুরি।


সারাদিন কাজ করে তার দাম পায়,
পাওনাটা হাতে নিয়ে বাড়ি ফিরে যায়।
         চাল ডাল কিনে নেয়
         কিনে নিয়ে ঘরে দেয়
ছেলেমেয়ে কাছে ডেকে সাথে বসে খায়।


যে দিন তার শ্রমের টাকা বাকি রাখে,
খানাছাড়া পরিবার উপবাস থাকে ।
         দিন আনে দিন খায়
         কোনো মতে চলে যায়
উপবাসে খালি পেটে তার শ্রম ফিকে ।


কাজ শেষে টাকা দেবো নিজ হাতে চাবি,
নিজ হাতে চাবি নিয়ে তার কথা ভাবি ।
         মানবতা ঠিক রেখে
         শ্রমিকের মুখ দেখে
তাড়াতাড়ি মিটে যেনো শ্রমিকের দাবি ।