জলছবি এঁকে যায় রেখে যায় ছায়া,
স্মৃতিচিহ্ন টেনে আনে হৃদয়ের মায়া।
শিশুকাল পার করে জীবনের ভারে,
অতীতের স্মৃতিগুলো ঘিরে রাখে তারে।


কৈশোরের প্রেমগুলো প্রবীনের মনে,
সেইসব স্মৃতিগাঁথা ভাসে ক্ষণে ক্ষণে।
সুবাসিত সময়টাই উঁকি দিয়ে যায়,
বারবার পেছনেই ফিরে ফিরে চায়।


ভাগ্যবলে যতো পাক রাজকীয় হাল,
ছোটকালের মা-মাটি করে উন্মাতাল।
ঝোঁপঝাড়ে ধরেছিলো কোকিলের ছানা,
আজ দেখি মসনদে মনে দেয় হানা।


সাগরের জলে দেখে কত পাল তুলে,
অতীতের স্মৃতি জেগে সবকিছু ভুলে।
সবস্মৃতি ভুলে যায় মা-মাটির টানে,
প্রাথমিক স্মৃতিগুলো প্রাণে ধান বানে।


কাজ নিয়ে উড়ে যায় আকাশের গায়,
উঁচু থেকে ঝোঁপঝাড় ফিরে দেখে চায়।
আজীবন ব্যস্ততায় শেষ হলো বেলা,
শিশুকালে মন যায় এটা কোন খেলা?


বৃদ্ধকালে মনে জাগে শেকড়ের টান,
কুঁড়েঘরের ধূলাবালি মহা-মূল্যবান।
ভরা মন খালি করে প্রীতিহীন বানে,
স্মৃতিগুলো নাড়া দেয় সেই শূন্যস্থানে।