সময় দ্রুত চলে গেলো তোর দেখা নাই,
সব সময় মন বলে সোহাগীতে যাই ।
        তুই আমার স্মৃতির কোণে
        প্রহর আমার যায় যে গুণে
সময় করে তোর দেখা  কিভাবে যে পাই?


সোহাগী তুই গাছপালা তরুলতায় ঘেরা,
গাছপালার রূপ রস আমার দেখা সেরা।
        সাগর পাহাড় ঘন বন
        যতোই দেখি ভরে না মন
কখন জানি তোর কোলে হবে ঘরে ফেরা।


ইট পাথরে শুয়ে দেখি ভোর বেলার বৃষ্টি,
ছোটবেলার দোলাচলে তবুও যায় দৃষ্টি ।
        সে সময়ের এই বৃষ্টি মাখা
        ঘুরে ছুটতো ভোরের চাকা
দিনটা শুরু স্টেশন রোডে খেয়ে চা-মিষ্টি।


রেলের ঘণ্টা বাড়ি দিতো, ট্রেনটা এসে যেতো,
উড়াল মনে ঝড়োগতি সোহাগীতে পেতো ।
        ট্রেনে চড়ে যাঁরাই যায়
         আনন্দটা তাঁরাই পায়
সে সময়ে ট্রেনে চড়ার স্বপ্ন ছিলো কতো ?


স্কুলের পাশে রেল স্টেশন আজও কালের সাক্ষী,
স্টেশন ঘিরে গাছের শাখায় কতো যে কাকপক্ষী।
        পক্ষীকুল মন নিয়েছে
         মুঠো ভরে সব দিয়েছে
রূপে পাগল এই মনের সোহাগীটাই রক্ষী।


স্মৃতির কোণে সোহাগী তুই,  কি করে যাই ভুলে,
ভালোবাসার সব দরজা দিয়েছিলে খুলে।
        ভিন দেশে দিনের শেষে
        তোর চেহারা চোখে ভাসে
তোরই দেওয়া ভালোবাসা রেখেছি এই দিলে ।