স্মৃতিগুলো হয়ে উঠে প্রীতিময় শোভা,
তলানিতে সুখ স্মৃতি যত থাক ডোবা।
হারানো স্মৃতির টান এতোটাই থাকে,
টানাটানি যত থাক তবু মনে রাখে।


দীর্ঘ বছরের পর দেখা একসাথে,
খুশির জোয়ারে ছাই সব অজুহাতে।
মুখে যত কথা ছুটে উঠে আসে স্মৃতি,
মায়াডোর হয় গাঢ় আরো বাড়ে প্রীতি।


স্মৃতিময় যত কথা তার ছিলো মনে,
একে একে সব কথা উঠে ক্ষণে ক্ষণে।
নয়নের কোণে কোণে ঝরে পড়ে জল,
চোখে চোখ মিলে যায় করে ছলছল।


এতোদিন যত ছিলো তার অনুরাগ,
প্রীতি টানে ধুয়েমুছে যায় শতভাগ।
অভিমানী যত রাগ ছিলো তার জমা,
খুশির জোয়ারে ভেসে পেয়ে যায় ক্ষমা।


মনের আনন্দে সব পিছুটান ভুলে,
শত দুঃখ বেদনা বলে সব খুলে।
দূরত্বটা কমে যায় খুলে যায় দ্বার,
অতীতের সব ভুল হয় পারাপার।


পুলকিত শিহরণ ধরা পড়ে মনে,
হাতের উপরে হাত রাখে দুইজনে।
মনের গহীনে শুধু সুখ স্মৃতি ভাসে,
সব ভুলে দুই মন হাসে উল্লাসে।