মন তুমি বলো দেখি কেনো কানাকানি?
মন্দ কাজে গন্ধ ছুটে হয় জানাজানি।
আজ আছো কাল নাই এটা মনে রেখো,
মন্দ ছেড়ে ভালোটাকে চোখ খুলে দেখো।
দুনিয়ার শুরু থেকে ছিলো ভাই ভাই,  
এখন দেখি ভরা পেটেও করে খাই খাই।


দিন আনে দিন খায় সেই থাকে ভালো,
এতো বেশি লোভ নাই, তার ঘরে আলো।
দিন যায় রাত যায় কাজ করে খায়,
রাতে ভালো ঘুম হয় তাতে মজা পায়।
শ্রম বেচে গম নিয়ে ঘরে চলে যায়,
দিন শেষে রুটি খায় তবু শান্তি পায়।


ঝড় এলে ডর নাই কুঁড়েঘর তবু,
খড়কুটো ভেসে যায় দুঃখ নাই কভু।
ভালো কাজ ভালো কথা এটা তার বুঝ,
ভালো কথা বলে বলে ভালো মন রোজ।
আশা নাই ভাসা মনে তবুও সুখ তার,
অতি লোভে অন্ধ হলে এটা যার যার।


বস্তা ভরা অর্থ নিয়ে রাত জাগা পাখি,
তিন বস্তা ভয় তারে ডেকে যায় দেখি।
লোভ দেখে ঘুম নাই কেটে যায় রাত,
অর্থ চিন্তা ডেকে আনে তার গায়ে বাত।
যতো পায় ততো খায় তবুও পেট খালি,
মনে তার সুখ নাই বস্তা ভরা বালি।


তাই বলি ও মন তুমি ভালোমন্দ খুঁজো,
প্রতিবেশী ভালোবেসে দুই চোখ বুজো।
ভালোমন্দ ঘেটে যাও তুমি খেটে খাও,
শ্রম বেচে প্রাণ ভরে প্রশান্তিটা নাও।
আজ আছো কাল নাই এই বুঝ আনো,
শ্রম দিয়ে ঘাম কেনো সুখের ধান বানো।