এক ভুল শুধরাতে শত ভুল হয়,
সদাশয় মনে জাগে সব কাজে ভয়।
দায়সারা পদে পদে যদি করো ভুল,
দেখা পাবে জীবনের ফাঁকা উপকূল।


জেনেশুনে ভুল করে তার ফল পায়,
ভুল পথে বখে গেলে ফিরে আসা দায়।
জিদ করে গলাবাজি যত হয় ভুল,
অবশেষে ফল আসে তার সমতুল।


পরিণাম যাই হোক চাই নিজ লাভ,
অপরের ক্ষতি করে নেই অনুতাপ।
মোহে পড়ে অতি লোভে ছুটে বাহুবল,
অকারণে মানবতা পিষে হয় জল।


পরধন লুট করে খ্যাতিমান সাজি,
আবরণে সাধু সেজে করি ধোঁকাবাজি।
মারামারি ধরাধরি কাঁদা ছুঁড়াছুঁড়ি,
আজ আছি কাল নেই তবু বাহাদুরি।


গলাবাজি ক্ষয় করে যত প্রতিরোধ,
ক্ষণিকের দুনিয়ায় কারো নেই বোধ।
রবি শশী গ্রহ তারা মাঠঘাট নীড়,
সবকিছু বিধাতার আমি মুসাফির।


কাঁটা দিয়ে কাঁটা উঠে এটা তার গুণ,
সৎ পথে হক কথা চিনি নয় নুন।
ভালো আর খারাপের করো ব্যবধান,
আজীবন বেঁচে থাকে মানী নয় মান।


দুনিয়ার মোহে পড়ে মিছে গান গাই,
হায়াতের শেষ দিন কারো জানা নাই।
জীবনের ভুল পথ পরিহার করো,
ক্ষীণকায় জীবনের সোজা পথ ধরো।