সুখ সুখ করে যাও জীবন বৃথা করে,
তুমি যদি ভালো হও সুখ তোমার ঘরে।
সারাজীবন খুঁজে যাও কোথায় সুখ থাকে?
সুখ তুমি তাড়া করো চিন্তার বাঁকে বাঁকে।
সুখ খুঁজে ভোগ খুঁজে করছো হানাহানি,
নিজ গুণে নীতিবোধ নেই তো মানামানি।


তেলা মাথায় তেল দাও কাঁঠাল ভেঙ্গে খাও,
নীতিহীনে লাভ দেখে তারই বাড়ি যাও।
কতো তেলে কতো লাভ তাই তো শুধু ভাবো,
ভাবো শুধু নিজ লাভ কেমন করে পাবো।
পর স্বার্থ নষ্ট করো, বিনাশ করে দাও,
তুমি শুধু নিজে খাও এটাই শুধু চাও।


কতো ধানে কতো চাল একবারও ভাবো না,
ভাবো শুধু লাভ ছাড়া কারো কাছে যাবো না।
প্রতিবেশী দীন দুঃখী যাই করে করুক,
পর স্বার্থ নিপাত যাক নিজ পেট ভরুক।
নিজে বাঁচি সে মরুক এটাই যদি হয়,
লজ্জা শরম গিলে খেয়ে থাকে না কোন ভয়।


ভেঙ্গেচুরে যেদিক যাও ধ্বংসলীলা চলে,
একবারও ভাবো না তুমি লোকেরা কি বলে।
সামাজিক নীতি প্রীতি সব যখন মিছে,
উদাস থাকো কে কি বললো আগে পিছে।
ডানে বামে পা বাড়াও লংকা কাণ্ড ঘটে,
তুমি যে মহা জুলুমকারী এমনটাই রটে।


ক'দিন বাদে সাঙ্গ হবে জীবন লীলাখেলা,
সুখের পিছে অনর্থক ব্যয় করছো বেলা।
সুখ যতো ছুঁতে চাও নাগাল দেখো দূরে,
একি সাথে সুখ-দুঃখ ডিগবাজিতে ঘুরে।
সুখ-দুঃখ ভাই ভাই এটা ওদের নীতি,
সুখের পিছে ঘুরাঘুরি মিছেই প্রেম-প্রীতি।