আজ বড় খুশি লাগে চলো গান গাই,
হাতে হাত রেখে চলো দূরে চলে যাই।
          এই মন যতো চাবে
          প্রাণ ভরে গান গাবে
মনে মনে ভেবে নেবে কোন দুঃখ নাই।


এতো ভেবে কি হবে বলো দেখি শুনি,
তার চেয়ে এই ভালো সুখ স্বপ্ন বুনি ।
          প্রেম হলে কথা রাখে
          ভালো কথা মনে থাকে
সবকিছু বাদ রেখে ভালো কথা গুনি।


যে কাজের শুরু ভালো শেষ ভালো তার,
মাঝে থাকে আধা আধি এটা যার যার ।
          ভালোমন্দ ভাই ভাই
          তার সাথে মিশে যাই
ভালোবাসায় ভালোমন্দ হবে একাকার ।


ভাব যদি সাফ থাকে ভালো ভাব হবে,
সৎ থেকে ভালোবাসা বেঁচে রবে ভবে।
          সৎ পথে প্রেম হলে
          জনগণ ভালো বলে
মন থেকে ভালোবেসে দোষ কেনো তবে?


ভালো কাজে সুখ আছে সুখ থাকে মনে,
মন্দ কাজে সুখ নাই বলে জনে জনে ।
          মন্দ কাজ ছেড়ে যাই
          ভালো কাজে দিশা চাই
ভালোবেসে ঘুরে আসি দূর বনে বনে ।


মন্দ কাজ ছেড়ে দেই, কাজ করে খাই,
কাজ করে খেতে গিয়ে দোষ তার নাই।
          মন্দ থেকে ভাল হলে
          কষ্ট করে দিন চলে
স্বর্গে যাবো কোন পথে ঠিকানাটা চাই।