কিছু স্মৃতি সুখের হয় কিছু থাকে বেদনার,
সুখস্মৃতি ভূতে কিলায় বেদনা খায় আছাড়।
তুমি বন্ধু বারংবারই কেনো আছাড় খাও?
সুখস্মৃতিটা ঘেঁটেঘুটে বেদনাটাই দেখাও।
তার চেয়ে এই ভালো সুখটা নিয়েই থাকো,
নিজের ইজ্জত টেনেটুনে নিজের মান রাখো।


কয়লা ধুয়ে ময়লা যায় না এমনটাই তো হয়,
পাথর ধুয়ে শেওলা গিয়ে ভেতর টনটন রয়।
কয়লা থেকে কবে বন্ধু পাথর হতে পারবে ?
নিজের শরীর ধুয়ে মুছে টনটন ভাব ছাড়বে।
এখন বন্ধু সময় আসছে একটুখানি ভাবো,
নিরেট কয়লার বন্ধু হয়ে কতো গন্ধ নেবো ?


ছাদ খোলা ময়লার বাগাড় দূর্গন্ধটাই ছড়ায়,
আশেপাশের সব গুছের প্রতিবেশী তাড়ায়।
তার চেয়ে এই ভালো ছাদটা দিয়ে রাখা,
নমশূদ্র আর ভদ্রবেশে থাকুক না তা ঢাকা।
কয়লার ভেতর ময়লা ঢুকে গিজগিজটা বাড়ে,
প্রতিবেশী মিটমিট করে দেখে আড়ে আড়ে ।


বন্ধু তুমি পাল্টে যাও ময়লার আংশ ঝাড়ো,
আস্তে আস্তে বদলে গিয়ে পাথর হয়ে বাড়ো।
যখন কিছু শেওলা জমে ধুয়ে নিলেই শেষ,
ধুয়ার পর দেখতে পাবে লাগছে কিন্তু বেশ।
তুমি বন্ধু ভালোই জানো স্বভাব গুণে মানুষ,
তারপরও জেনে বুঝে আছো কেনো বেহুশ?


বন্ধু তুমি শুধরে নাও তোমার সব স্বভাব,
সারাক্ষণ গিটগিট করো কিসের এতো অভাব?
যুদ্ধ যুদ্ধ শুরু হলো কতোই প্রাণ গেলো,
খালি চোখে খুঁজে দেখো আসলে কি পেলো?
তার চেয়ে এই ভালো স্বভাব বদল করো,
বেদনাটা ঝেড়ে ফেলে সুখের স্মৃতি ধরো ।