শীত আর ভালোবাসা পাশাপাশি চলে,
ভালোবাসা জমে উঠে শীত বেশি হলে।
সারাদেশে বিয়ে-শাদি শীতে বেশি হয়,
কনকনে শীতে করে ভালোবাসা জয়।


হৃদয়ের টান আর শীতে শিহরণ,
ভাবনায় হুলি খেলে বলে জনগণ।
যত শীত তত বাড়ে আবেগের টান,
প্রেমে ভরা আবেগটা চলে সুনশান।


মন জুড়ে ভালোবাসা তিলতিল জমে,
স্মৃতিময় প্রীতি সুখ চায় দমে-দমে।
গরমে আরাম নয় কষ্টটাই বাড়ে,
মূল ভাব শীতে জমে ঘর-সংসারে।


কুয়াশার ছোঁয়া পেয়ে নড়ে বসে মন,
ভালোবাসা কাছে পেতে গুনে দিনক্ষণ।
কম্বল সম্বল করে যত সুখ চায়,
যার সাথে ভাব আছে তার কাছে যায়।


মন ভরা ভাবটুকু থাকে লিকলিকে,
গরমের অশান্তিতে ভাব হয় ফিকে।
শরমের পাশাপাশি গরমের ভয়,
চড়া দিনে পোড়া মন ঘেমে শেষ হয়।


শীত এসে ভালোবাসা জমে তুলে বেশ,
রোদ খরা গরমের কমে উন্মেষ।
নবান্নের উৎসবে খায় পিঠা পুলি,
প্রীতি ভাবে মুখে ফুটে সুললিত বুলি।