মৃত্যু চিন্তা বাদ দিয়ে মাদক খেয়ে ঘুরে,
হাতে নিয়ে ইট-পাথর লোক দেখে ছুড়ে।
যারা মনে কষ্ট পায়
তার দিকে ফিরে চায়
মান নিয়ে চলে যায় তাকে ছেড়ে দূরে।


ছাইপাঁশ খেয়ে খেয়ে মুমূর্ষু যে হয়,
নাড়াচাড়া বন্ধ হলে ডুকে মনে ভয়।
হাসপাতালে ভর্তি করে
শুরু হয় কান্না ঘরে
ধৈর্য্য ধরে সেবা করে যেনো সুস্থ হয়।


মুখে কোনো হাসি নেই বুক ফাঁটা কান্না,
পড়ে থাকা বাড়িঘরে বন্ধ আছে রান্না।
সেবাযত্নে সময় যায়
সবার মনে কষ্ট পায়
কাছে গেলে দোয়া চায় সেও জুড়ে কান্না।


ইচ্ছা করে কাছে গেলে মানবতা আসে,
যেই যায় কান্না আসে চোখ জলে ভাসে।
কাছে গেলে ডুকে ভয়
সৃষ্টিকর্তার নাম লয়
না হয় যেনো বিপর্যয় এমন দোয়া আসে।


কাছে গিয়ে দম ধরে কাঁচ ঢাকা ঘরে,
বাজে কথা মনে আসে কবে যায় মরে।
বুকের মাঝে ধুকধুক
প্রাণে জাগে রোগশোক
চুপ করে তার মুখ যায় সেই ঘরে।


হাসপাতালে ভর্তি হয় মুমূর্ষু সে রোগী,
তার কাছে যেই যাই স্নায়ু রোগে ভোগী।
ব্লাডপ্রেশার বেড়ে যায়
তবু দেখা মনে চায়
ঘরে চিন্তা করে মায় নিজে হয় রোগী।


সব কাজে সৎ থেকে সৎ লোকে ভরি,
সমাজের এই দুর্গতি এসো দূর করি।
দলবেঁধে চেষ্টা করে
দুর্গ গড়ি ঘরে ঘরে
মিলেমিশে কাজ করে সোনার দেশ গড়ি।