[ উৎসর্গ ঃ শ্রদ্ধেয় প্রিয় বরেণ্য কবি
মার্শাল ইফতেখার আহমেদ  ]


গুণী খুঁজি শুরু করে যত প্রয়োজন,
জ্ঞানী নই আমি ভাই অতি সাধারণ।
ভরা কলসের প্রেমে করি হাঁটাহাঁটি,
গুণ থেকে জ্ঞান নিয়ে করি বাটাবাটি।


সারাদিন খুঁজে দেখি কার কত জানা,
জ্ঞানী গুণী খুঁজে যেতে কে করলো মানা।
জগতের যত রূপ যত অয়োময়,
সবকিছু জয় করে মুছে দেবো ভয়।


এ জগতে আচরণ যার যত ভালো,
ইহ আর পরকালে খুঁজে পাবে আলো।
গুরুর চরণ ধূলি করলে বরণ,
জ্ঞানী লোক তাঁর জ্ঞান করে বিতরণ।


কঠিন বাসা বেঁধেছো তুমি এই মনে,
গলা ফাটিয়েই আমি বলি জনে জনে।
এ জীবনে গুরু হয়ে করো দেখভাল,
গুরু হয়ে আছো তুমি হৃদয়ে মার্শাল।


মার্শাল ইফতেখার আহমেদ গুরু,
কবিতায় আমার এ জীবনটা শুরু।
ভুলগুলো ছাড় দিয়ে অন্দরে নিলে,
সুজেয় বড়ো মনের পরিচয় দিলে।


কবিতার চারুপাঠ দিলে হাতেখড়ি,
চারুপাঠে ঘুরে গেলো সময়ের ঘড়ি।
ভুলবো না কোনদিন ছাড়বো না আার,
সুনিপুণ ভালোবাসা চাই বারবার।