শিরে উঠে এই মন গিরি পথে যায়,
নীল দেখে মন আজ কোন গান গায়?
যতদূর চোখ যায় নীল দেখে ফিরি,
চারিদিক নীল বলে বলি নীলগিরি।


মেঘমালা ছুটে এসে পড়ে ঝুরঝুর,
সাদা মেঘ সরে গিয়ে উঠে রোদ্দুর।
জলে নীল স্থলে নীল, নীল সারাবেলা,
সাদা মেঘ ছুটে ছুটে শিরে করে খেলা।


পাহাড়ের গাছে গাছে টুনটুনি নাচে,
ডালপালা মুখরিত দেখি কোন গাছে।
পাখিদের রব শুনে মন ছুঁয়ে যায়,
নীলে ঢাকা নীলগিরি তাতে শোভা পায়।


নিচে নামা গিরিপথে খাঁজ কাটা সিঁড়ি,
দোল দোল ঢেউ খেলে ডাকে নীলগিরি।
ছুটে চলা মেঘমালা সবুজের গায়,
পাহাড়ের উঁচু শিরে ভীড়ে ঠেস খায়।


মেঘ থেকে জল পড়ে নীল হয়ে উঠে,
শিরে এসে ঝরা জল খাড়া পথে ছুটে।
মেঘপুঞ্জ ঝরে পড়ে দ্রুততার সাথে,
আকাশের ছোঁয়া নিয়ে নীল রঙ মাতে।


পাহাড়ের পাদদেশে নীলাভের ছোঁয়া,
দূর থেকে জল দেখে মনে হয় ধোঁয়া।
কুয়াশার রূপ ধরে ছেয়ে যায় মেঘ,
মনে জাগে শিহরণ আনে ভাবাবেগ।


দূর থেকে মন প্রাণ গিরিপথ বায়,
শিরে উঠে গিরিপথে মন চলে যায়।
আকাশের সব নীলে সবুজের ছায়া,
ঘুরে দেখে নীলগিরি বেড়ে যায় মায়া।


নীলাভের ছোঁয়া পেয়ে মনে জাগে দোল,
নীলগিরি সুর তুলে এটা নয় ভুল।
দলে দলে পর্যটক আসে বান্দরবান,
যেই আসে সেই গায় নীলাভের গান।