কাল আসবে বন্ধু তুমি আজ কেনো নয়,
ভালোবাসার সুর তুলে কার প্রাণে সয় ?
বলছো তুমি ভালোবাসি
সবকিছুই ছেড়ে আসি
শুভ সময় করে বাসি কাল কেনো হয় ?


ভালোবাসার স্পর্শ নিতে আছি অপেক্ষায়,
অপেক্ষাটা উতলে উঠে উন্মাতালে যায় ।
অন্য কোনো ভাবনা নাই
হৃদয় কোণে স্পর্শ পাই
তোমার ছবি এঁকে যাই স্বপ্ন সীমানায় ।


কেমন আছো বন্ধু তুমি ভাবি দিন-রাত,
বাঁধ ভাঙ্গা প্রেমের কাছে তুচ্ছ জাতপাত।
জাত বংশ পড়ে থাক
থাক শুধু প্রেমের ডাক
প্রেমের ডাকে মিটে যাক ঘাত-প্রতিঘাত।


দিন যাবে রাত যাবে কাল হবে আজ,
প্রাণ বন্ধু দেখা দেবে করে নিই সাজ ।
মন সাজে প্রাণ সাজে
প্রেম সাজে তার কাজে
মন প্রাণ মরে লাজে ছেড়ে তার কাজ ।


মনে যতো ভালোবাসা সব ঢেলে দেবো,
যাকে এতো ভালোবাসি তার স্পর্শ নেবো।
জানালাটা খোলা থাকে
ভালোবাসা তাকে ডাকে
যে আমার খোঁজ রাখে তার কাছে যাবো।


বন্ধু তুমি যতোই থাকো যোজন যোজন দূর,
তোমার কথা ভাবতে গিয়ে রাত্রি এখন ভোর।
রাঙা রবি মন রাঙিয়ে
উদয় হলো মান ভাঙ্গিয়ে
কাল এখন আজ হয়ে চিন্তা করলো দূর ।