শত লোক মাটি চেয়ে তার ঠিকানা খুঁজে,
মাটি কিনে চোখ বুজে সকল স্বপ্ন গুঁজে।
দিনে রাতে স্বপ্ন দেখে
ছুঁয়ে দেখে কাছে থেকে
পদচিহ্ন গায়ে মেখে আসে প্রতি রোজে।


বহুতল ভবন করে তার ঠিকানা হবে,
স্বপ্ন আঁকে ঠায় দাঁড়িয়ে উঠবে তারা কবে?
কথা বলে জনে জনে
সময় গুনে ক্ষণে ক্ষণে
চাঙ্গা হয়ে রাঙা মনে হাসবে কলরবে।


মাটি কিনে ঘাঁটি গেড়ে সেই স্বপ্ন শুরু,
শুরু করে স্বপ্ন জগৎ করবে তারা পুরো।
আশায় মনে বাসা বাঁধে
পূর্ণ হলে উঠবে ছাদে
কাজের শুরু ক'দিন বাদে মনটা উড়ু উড়ু।


ইট পাথরে পূর্ণ হবে স্বপ্ন আঁকা ঘাটি,
অর্থ শ্রম ব্যয় করে করবে পরিপাটি।
তার নিজের বাড়ি হবে
সারা বছর সুখে রবে
সে সময় আসবে কবে দেখছে ভিটেমাটি।


সুউচ্চ ভবন করে আকাশ কাছে পাবে,
দক্ষিণা লনে বসেই পূবাল হাওয়া খাবে।
স্মৃতি বাঁধা পাতা থেকে
তাদের মনের রঙ মেখে
সারা বছর স্বপ্ন দেখে ঐ ঠিকানায় যাবে।