তার পানে এই মন যায় বারবার,
ভালোবেসে যার মনে ছিলোনা আঁধার।
যত চিঠি দিয়েছিল হাতে নাহি পাই,
ঠিকানাটা ভুল ছিল কি করে বুঝাই?


অভিমানে দূরে থেকে আজ সবি ভুল,
অকারণে তবু উঠে মনে শোরগোল।
তার কথা ভেবে আজ শেষ হয় বেলা,
আসলে তা মিছে নয় বিধাতার খেলা।


বিনা দোষে ভালেবাসা কেন কেড়ে নিলো,
মাথা ভারী কষ্টটা অকারণে দিলো।
তার মনে ছিলো নাতো কোন বেইমানি,
হাফ ছেড়ে টানে আজ জীবনের গ্লাণি।


বদরাগী কুটচালে বুঝে না সে'জন,
পেরেশান কেনো হয় মানুষের মন?
ভালোবাসার চিঠিগুলো যার হাতে জমা,
বিধাতাও কোনদিন করবে না ক্ষমা।


লোভে পড়ে বেআাইনি চিঠিগুলো রেখে,
অভিশাপ সব নিলো তার গায়ে মেখে।
রোষানলে আজ দেখি হারিয়েছে খেই,
অপরের মন পুড়ে সেও ভালো নেই।


এমন পাপের কাজ যার হাতে হয়,
ফলাফল ভোগ করে লোকে মন্দ কয়।
খোদার বিচার পাবে আজ নয় কাল,
বুঝে যাবে কত ধানে কত হয় চাল।