সরাসরি ধরা মাছ পাবে তুমি তাজা,
যত তাজা তত মজা পুঁটিমাছ ভাজা।
খাল-বিলে জাল বেয়ে উঠে শোরগোল,
তাজা মাছ রেঁধে খায় তিত পুঁটি ঝোল।


তাজা পুঁটি ধরে আনে স্বাদু পানি সেঁচে,
তিত পুঁটি ঝোল খেতে নেয় বেছে বেছে।
ধুয়ে মুছে তিত পুঁটি জলপাই কাটে,
পুঁটি ঝোল খাবে বলে ঝাল টক বাটে।


জলপাই পুঁটি ঝোল হয় মজাদার,
পাতে দিলে খেয়ে শেষ চায় বারবার।
পুঁটি ঝোল, ভাজা পুটি মজাটাই বেশি,
খেয়ে করে গুণগান দেশি পরদেশি।


সাথে থাকে ফালিফালি জলপাই ফল,
শাক ডাটা পুঁটি ভুনা জিভে আনে জল।
জনপ্রিয় তিত পুঁটি ভাজি ঝোল খায়,
কেউ কেউ পুঁটিমাছ শুঁটকিও চায়।


শুঁটকি ও কাঁচা ঝালে ভর্তাটাও মজা,
ভিন্ন স্বাদে তিত পুঁটি খায় রাজা-প্রজা।
লতাপাতা তিত পুঁটি আরো মজা আনে,
চচ্চড়িতে মন ভরে স্বাদে গুণে মানে।


ভাজা ভুনা পুঁটি মাছে আছে যত টান,
পুঁটি মাছ পাতে নিতে মনে উঠে বান।
তিত পুঁটি ছোট মাছ স্বাদে ভরপুর,
খেতে বসে গিলে খাই গলা যতদূর।